মানিকগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই জন নিহত
April 11, 2018, 2:31 p.m. সমগ্র বাংলা
মানিকগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

অসীম শিকদার, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৈশাখ উপলক্ষ্যে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জের তরা ঘাটে ইলিশ মাছ কিনতে যাচ্ছিলেন দুই খালাতো ভাই কাদের ও গফুর। পথিমধ্যে মানরা এলাকায় পৌছলে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতরা দুজনই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না বাজারের স্বর্ণ ব্যবসায়ী, ধুল্লা গ্রামের আবদুল কাদের (৩০) ও জান্না গ্রামের আবদুল গফুর (২৮)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, হানিফ পরিবহনের বাসটি আটক করা হয় কিন্তু ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হলেও দুই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।